ঘুমন্ত বাঙালি - সামিউল আসাদ

ক্লান্ত শ্রান্ত ঘুমন্ত বাঙালি,

আজও জাগেনি হায়!

সোনার মায়ের স্বপ্নের ছেলে,

কোথায় থেকে পাই?

জানিনা সেদিন আর কত দূর,

স্বপ্ন সাজায় যাদব ঠাকুর-

নীলিমা নিয়ে বসে,

শুধু আকার অপেক্ষায়।

বাস্তবতা কি,

এর চেয়ে আরো অধিক দূরের হয়?

ঘুমন্ত বাঙালি জাগে না,

শুধু প্রশ্ন শুধিয়ে যায়।

মানবতা আর ভালোবাসার গীত,

সকলেই তো গায়।

নিপীড়ণ কেন কমে না-

শুধু বাড়িয়াই চলে যায়?

ফিনকি দিয়ে রক্ত ঝরে,

আন্দোলিত হয় সবার মনে।

তবুও সত্য প্রাণ হারিয়ে,

গোধূলিতে মিশে যায়।

 

 


কবিতা:
ঘুমন্ত বাঙালি

কবি: সামিউল আসাদ

উৎসর্গ: আসাদুর রহমান

লিখার সময়: ২০১০ ইং

লিখার স্থান: দিয়াড়গাড়ফা

0 Comments